,

বগুড়ায় ডুবানো নৌকা থেকে কৃষকের হাত বাঁধা লাশ উদ্ধার

 বগুড়া ব্যুরো: বগুড়ার শেরপুরে আবদুর রশিদ (৪২) নামে নিখোঁজ এক কৃষকের হাত বাঁধা ও পেটে ছুরি ঢুকানো লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় নতুনপাড়ার একটি বিলে ডুবানো নৌকা থেকে তার লাশ উদ্ধার করেছে।

নিহত কৃষক আবদুর রশিদ শেরপুর উপজেলার ঘোড়দৌড় নতুনপাড়ার ময়েজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, সোমবার বিকাল ৫টার দিকে বাড়ির পাশে ভুট্টার ক্ষেতে কাজ করার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই গ্রামের একটি বিলের মাঝের খাবার দেয়ার কাজে ব্যবহৃত নৌকাটি ডুবানো অবস্থায় দেখতে পাওয়া যায়।

পরে নৌকা তুললে তার ভিতরে হাত বাঁধা ও পেটে ছুরি ঢুকানো অবস্থায় আবদুর রশিদের লাশ পাওয়া যায়। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ রাত সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করে।

স্বজনরা জানান, ছেলের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আবদুর রশিদের বিরোধ চলছিল।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, পারিবারিক কোনো কলহে ওই কৃষক খুন হয়েছেন। লাশ উদ্ধার ও হত্যার ক্লু উদঘাটনের চেষ্টা চলছে। বুধবার বিকাল পর্যন্ত মামলা হয়নি।

এই বিভাগের আরও খবর