,

ফেনীতে ২ কাউন্সিলর প্রার্থীকে পিটিয়ে জখম

ফেনী প্রতিনিধি: ফেনী পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ৯টার দিকে পশ্চিম রামপুর তেঁতুলগাছ তলায় এ ঘটনা ঘটে।

তাজুল ইসলাম পাবেল বলেন, সকাল ৯টার দিকে উট পাখি প্রতীকের দিদারুল ইসলাম দিদারের সমর্থকরা আমাকে মারধর করে। তারা ভোট কেন্দ্রের দিকে যেতে চাইলে বাধা দেয়।

নুরুল ইসলাম জানান, সকালে মেহেদী সাইদী পৌর বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দিতে চাইলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম আহত করে। এ কেন্দ্রে ভোটারদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উট পাখি প্রতীকের দিদারুল ইসলাম দিদার বলেন, ভোটে বিশৃঙ্খলা করার জন্য তারা এসব বলছেন। ভোট সুষ্ঠু হচ্ছে।

ফেনীর মডেল থানার ওসি মো. আলমগীর জানান, কেন্দ্রে হামলার কোনো খবর জানি না। এ ব্যাপারে পুলিশকে কেউ কোনো অভিযোগও করেননি।

এই বিভাগের আরও খবর