,

ফতুল্লা থেকে অপহরণ গোপালগঞ্জ থেকে উদ্ধার

ফাইল ফটো

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ: ফতুল্লা থেকে অপহরণের ১৯ দিন পর এক স্কুলছাত্রীকে (১৪) গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক দেবাশীষ কুন্ড এতথ্য জানান।

তিনি জানান, মামলার প্রধান আসামি মোরসালিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে মঙ্গলবার (২৭ জুলাই) রাতে ওই স্কুলছাত্রীকে উদ্বার করা হয়েছে।

তবে অপহরণকারী মোরসালিনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে গেছেন। তাকে দ্রুত গ্রেপ্তার করা হবে।

মামলা সূত্রে জানা যায়, গত ৯ জুলাই সন্ধ্যায় মোরসালিন ও তার সহযোগীরা ফতুল্লার দেওভোগ শেষমাথার বাশমুলি নিজ বাড়ির সামনে থেকে নবম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান।

এ ঘটনার একদিন পর অপহৃত স্কুলছাত্রীর বাবা তার মেয়েকে অপহরণ করার অভিযোগ এনে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন।

মামলায় গোপালগঞ্জ জেলার সদর থানার বলাকৈর গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে, ফতুল্লা থানার দেওভোগ বাশমুলির প্রধান বাড়ির আকরামের ভাড়াটিয়া আনোয়ার হোসেন ও তার ছেলে মোরসালিনকে আসামি করা হয়।

মামলা দায়ের পর পরই পুলিশ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

এই বিভাগের আরও খবর