,

প্রবাসে থেকেও পুলিশের মামলায় আসামি যুবদল নেতা

জেলা প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

মামলায় প্রবাসে থাকা এক যুবদল নেতার নাম থাকায় বিস্মিত হয়েছেন অনেকে।

গত শনিবার (২৯ অক্টোবর) যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ পরদিন মামলা করে। সোমবার পর্যন্ত ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, বর্তমান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম মিয়াজীকে মামলায় ৮৪ নম্বর আসামি করা হয়েছে।

বিএনপির একাধিক নেতা নিশ্চিত করেছেন আবু সায়েম মিয়াজী প্রায় এক মাস পূর্বে ইতালিতে পাড়ি জমান। এখনো তিনি ইতালিতে আছেন।

এছাড়াও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াছির আরাফাত অনিক অসুস্থ চিকিৎসাধীন রয়েছেন বলে দাবি করেন।

যুবদল নেতা ইয়াছির আরাফাত অনিক বলেন, অক্টোবরের ১২ তারিখ আমার একটা মেজর অপারেশন হয়েছে। সে থেকে আমি বাসায় বিশ্রামে আছি। আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হলেও এ গ্রুপের অনুসারী না। তাই এ মিছিলে থাকার প্রশ্নই আসে না।

এদিকে আবু সায়েম মিয়াজী প্রবাসে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ জানান, আবু সায়েম মিয়াজী নামের মামলায় কেউ নেই।

এ ঘটনায় নামধারী কয়েকজন ও বাকিদের অজ্ঞাত দেখানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড টিয়ারশেল ও ২৪টি শটগানের ফাঁকা গুলি ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করা হয়।

এই বিভাগের আরও খবর