,

প্রতি মাসে ‘আসমোক কোম্পানীর’ চাল পাচ্ছেন দরিদ্ররা

নিজস্ব প্রতিবেদক: মহামারী করোনার পর থেকে প্রতি মাসে গরীব ও দুঃস্থ মানুষদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করছে মরিশাসের আসমোক কোম্পানী লিমিটেড।

এরই অংশ হিসেবে রোববার (৯ অক্টোবর) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদরে চার শতাধিক গরীব-অসহায় মানুষের মাঝে এ চাল বিতরণ করা হয়।

আসমোক কোম্পানী লিমিটেডের পক্ষে দুঃস্থ মানুষের হাতে চাল তুলে দেন মরিশাস প্রবাসী আকাশ মিয়ার বাবা জাকির মিয়া।

প্রতি মাসে আসমোক কোম্পানী লিমিটেডের এ সাহায্য পেয়ে খুশি হতদরিদ্র মানুষেরা। ধন্যবাদ জানান আসমোক কোম্পানী ও আকাশ মিয়ার পরিবারকে।

উপকারভোগী সালমা বেগম বলেন, ‘মরিশাসের আসমোক কোম্পানীর পক্ষ থেকে প্রতি মাসে আমরা ১০ কেজি করে চাল পাচ্ছি। এছাড়া বিভিন্ন সময় তেল, লবন, আটা, চিনি, সেমাই ও কম্বল পেয়েছি। এ জন্য আমরা আসমোক কোম্পানী ও আকাশ মিয়ার জন্য দোয়া করি।’

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য রফিক হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বিউটি, জাকির মিয়া, জাহিদ মিয়া, রানা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বিভাগের আরও খবর