নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন মিয়া (২২) নামের এক যুবক মারা গেছেন।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে পূর্বধলায় এই দুর্ঘটনা ঘটে।
রিপন উপজেলায় নারান্দিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানায়, আজ বিকেল সোয়া ৫টার দিকে রিপন তার বাড়ির পাশে নিজের মৎস্য খামারের নিরাপত্তার জন্য বাঁশের খুঁটি বসিয়ে তাতে বৈদ্যুতিক বাতি লাগানোর কাজ করছিলেন। একপর্যায়ে তিনি বিদ্যুতের লিকেজ তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।