ক্রীড়া প্রতিবেদক: পার্থ টেস্ট ম্যাচ জিতলেই রেকর্ড হবে ভারতের, হেরে গেলে চলে আসবে সিরিজে সমতা। এমন সমীকরণ সামনে রেখে ১৪৬ রানের বড় ব্যবধানে হেরে মাথা নিচু করেই মাঠ ছাড়ে কোহলির টিম ইন্ডিয়া। এর ফলে চার ম্যাচ সিরিজে ১-১ এ সমতা আনলো অস্ট্রেলিয়া।
খেলা শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি জানান, দ্বিতীয় টেস্টে স্পিনারদের ব্যবহার করার চিন্তা তার মাথাতেই আসেনি। ভেবেছিলেন ৪ জন পেসারই খেলা জেতাতে সাহায্য করবেন।
মঙ্গলবার শুরু থেকেই অজি স্পিনারদের দাপটে নড়বড়ে হয়ে ওঠে ভারতীয় ব্যাটিং অর্ডার। অজি স্পিনার নাথায় লায়ন ৩৯ রান দিয়ে ৩ উইকেট নেন। ৪৬ রান দিয়ে ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। গোটা ম্যাচে ৮ উইকেট দখল করেছেন নাথায় লায়ন। আর সিরিজে এখনও পর্যন্ত তার শিকার ১৬।
এদিন কোহলি জানিয়েছেন, ‘আমরা যখন পিচ দেখেছিলাম, তখন জাদেজাকে খেলানোর কথা মনে হয়নি। আমাদের মনে হয়েছিল পেসাররাই কাজ সামলে নেবেন। নাথায় লায়ন সত্যিই দারুণ বল করেছেন। ’
দলের অন্যান্য আশামতো ভালো না খেলতে পারলেও এই টেস্টের প্রথম ইনিংসে অসাধারণ ১২৩ রান করেছিলেন বিরাট কোহলি। সে বিষয়ে প্রশ্ন করা হলে বিরাটের স্পষ্ট জবাব, ‘জিততে না পারলে ব্যক্তিগত পারফর্মেন্স নিয়ে আলোচনা করার কোনো মানেই থাকে না। আপাতত আগামী খেলায় ফোকাস করতে চাই এবং যাতে ভালো খেলে দলকে জেতাতে পারি সেটাই আমার প্রধান লক্ষ্য।’
ম্যাচ শুরুর আগে পার্থের সবুজ গালিচার ভয় দেখানো হলেও মূলত ভারতীয়দের যম হয়ে দেখা দিয়েছেন ম্যাচের একমাত্র স্পিনার নাথান লায়নই। দুই ইনিংসে মোট ৮ উইকেট নিয়ে তিনিই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।