পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে ১৪ জনকে ৩১ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. মশিউর রহমান ও পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) দীপক কুমার দেব শর্মার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অত্যাবশ্যকীয় নিত্যপ্রয়োজনীয় দ্রবাদির দোকান, কৃষিপণ্য ও যন্ত্রপাতির দোকান সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে এবং ওষুধের দোকান , হাসপাতাল ও ক্লিনিক সারাদিন খোলা থাকিবে। সামজিক দূরত্ব বজায় রেখে এসব প্রতিষ্ঠান পরিচালনা করতে গণবিজ্ঞপ্তি জারি করেছে লালমনিরহাট জেলাপ্রশাসন। এ আদেশ যাতে কেউ অমান্য করতে না পারে সেজন্য উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাটগ্রাম উপজেলার পৌর বাজার , বাউরা ও শ্রীরামপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়রের(দুপুর ১টার পর) পরও দোকান খোলা রাখা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেশি নেওয়া ও অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা ও সামাজিক দূরত্ব না মেনে চলাসহ বিভিন্ন ধরনের অপরাধে ১৪ জন ব্যক্তিকে ৩১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে পাটগ্রাম থানার পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন। এ সময় তাঁরা করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সকাল থেকে উপজেলার বিভিন্ন হাট বাজারে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা করেন।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমানের বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো হচ্ছে। নিয়মিত প্রচার-প্রচারণা করা হচ্ছে এবং যারা আইন না মেনে সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে অযথা ঘোরাফেরার করছে ও সামাজিক দূরত্ব বজায় রাখছে না আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের জরিমানা করছি। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এ অভিযান অব্যাহত থাকবে।