ক্রীড়া প্রতিবেদক : সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্বিপয়নশিপে পাকিস্তানকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশের কিশোররা। বাংলাদেশের এটি দ্বিতীয় শিরোপা।
এর আগে ২০১৫ সালে ঘরের মাঠে ভারতকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর ২০১৭ সালে দ্বিতীয় আসরে নেপালের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল। এক বছর পর আমারো শিরোপা ঘরে তুললো বাংলাদেশের কিশোররা।
সেমিফাইনালের মতো ফাইনালেও বাংলাদেশ দলের হিরো হয়েছেন গোলরক্ষক মেহেদী হাসান। আজও তিনি দারুণ দক্ষতায় তিন-তিনটি শট ফিরিয়ে দিয়েছেন।
বিস্তারিত আসছে…