রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পূর্ব বালিয়া গ্রামের আলম শেখের স্ত্রী জাহানারা বেগম (৫০), মিঠু শেখের মেয়ে মিথিলা আক্তার (১৩) এবং সাল্লেক মোল্লার মেয়ে শিউলী খাতুন (১৩)।
জানা গেছে, কয়েকদিন আগে পূর্ব বালিয়া গ্রামে গাছ কাটার সময় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে যায়। তারপর থেকে সেই তার অরক্ষিত অবস্থায় ছিল। তাদের একটা অংশ পড়েছে স্থানীয় একটি পুকুরে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মণ্ডল জানান, সোমবার দুপুর ২টার দিকে ৩ জন ওই পুকুরে গোসল করতে নামেন। এ সময় পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে থাকায় ৩ জনই বিদ্যুৎস্পৃষ্টে আহত হন।
তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।