পাঠাগারটিতে বর্তমানে পাঁচ শতাধিক মূল্যবান বই রয়েছে বলে পাটনা একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ বুলবুল ইসলাম জানান।
তিনি আরও জানান, অ্যাডভোকেট বিপিন বিহারী ১৯১২ সালে বিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন। কিন্তু বর্তমান প্রজম্ম তাকে ভূলতে বসেছিল।
“বিদ্যালয়ের বর্তমান সভাপতিসহ এলাকাবাসীর উদ্যোগে একটি সমৃদ্ধ পাঠাগার স্থাপনের মাধ্যমে বিপিন বিহারীকে আমরা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরেছি।”
উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রথীন্দ্রনাথ দত্ত, এই এলাকার সন্তান সাতক্ষীরা সিআইডির পুলিশ সুপার আনিচুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।