,

নড়াইলে প্রীতি ফুটবল ম্যাচে ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমী দুই গোলে বিজয়ী

ফাতেমা খানম মৌসুমী, নড়াইল: নড়াইলের লোহাগড়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুক্রবার বিকালে হবিগঞ্জের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর সাথে নড়াইলের কিংস সোহানী ফুবল একাডেমীর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী দুই-শূণ্য গোলে বিজয়ী হয়।

লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনুর সভাপতিত্বে এবং নড়াইলের কিংস সোহানী স্পোর্টস এর আয়োজনে খেলায় প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়াল সংযুক্ত হয়ে উদ্বোধন করেন সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন, গোলাম মুর্তজা স্বপন, কৃষক প্রতিনিধি মুক্তিযোদ্ধা ইমান আলী খান, কিংস সোহানী স্পোর্টেস এর সভাপতি ব্যবসায়ী সৈয়দ হাসান ইমাম তপু, এ্যাড. ফারহানা রেজা পিউলি, এ্যাডঃ জাফরুল হাসান অপু প্রমুখ।

পরে সন্ধ্যায় খেলা শেষে বিজয়ী দলের ক্যাপটেন ব্যারিস্টার সুমনের হাতে পুরস্কার তুলেদেন অতিথী বৃন্দ।

এই বিভাগের আরও খবর