,

নানা আয়োজনে কাশিয়ানী মুক্ত দিবস পালিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যদিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় ভাটিয়াপাড়া মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ‘সম্মুখ সমরে’ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ।

পরে একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায়, সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুল ইসলাম, ওসি মো. আজিজুর রহমান, মুক্তিযোদ্ধাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

পরে উপজেলার ভাটিয়াপাড়া বাজারে শহীদ স্মৃতি ক্লাব চত্ত¡রে এক মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নারর্গিস রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বদরুদ্দোজা বদর, ওসি মো. আজিজুর রহমান, আওয়ামী লীগের সভাপতি মো. মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মিয়া, ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান প্রমুখ।

এই বিভাগের আরও খবর