কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার দিবসটি উপলক্ষে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরআগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজাদ হোসেন মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগ সদস্য এম এ খায়ের মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাভলু, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পিকুল, যুবলীগের সভাপতি কাজী নূরুল আমিন তুহিন, সাধারণ সম্পাদক মো: মফিজুর রহমান প্রমুখ।