,

নতুন জামা না পেয়ে কিশোরীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে ঈদে নতুন জামা না পেয়ে বাবার ওপর অভিমান করে নুর নাহার আক্তার ফারহানা (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফারহানা ওই গ্রামের মো.সাহাব উদ্দিনের মেয়ে এবং স্থানীয় হাজী মোশারেফ হোসেন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

জানা যায়, বাবার কাছে ঈদে নতুন জানা কিনে দেওয়ার আবদার করে ফারহানা। কিন্তু কিছু দিন আগে তাকে নতুন জামা কিনে দেওয়ায় পুনরায় নতুন জামা দিতে অস্বীকৃতি জানায় বাবা। এতে সে বাবার ওপর অভিমান করে পরিবারের সদস্যদের অজান্তে সিলিং ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরবর্তীতে পরিবারের সদস্যরা ফারহানাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করে ওই কিশোরী। শনিবার রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পুনরায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর