গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : এক ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়েছে।
কুয়াশা কেটে গেলে রোববার সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এতে করে দোলতদিয়া ও পাটুরিয়াঘাট এলাকায় আটকা থাকা যানবাহনগুলো পারাপার শুরু হয়েছে।
এর আগে ভোর থেকে ওই নৌরুট এলাকায় ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়।
বিআইডব্লিউটিসির দোলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি জানান, ভোর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট এলাকায় ঘন কুয়াশা পড়তে থাকে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে সকাল ৮টার দিকে ফেরি চালকদের দৃষ্টিসীমা শূন্যে নেমে আসে।
এ কারণে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। তবে এক ঘণ্টা পর কুয়াশা কেটে গেলে সকাল ৯টা থেকে পুনরায় ফেরি সার্ভিস চালু হয়।
এই নৌরুটে ১৫টি ফেরি রয়েছে। আটকে থাকা যানবাহনগুলো পারাপার শুরু হয়েছে।