কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে চায়ের দোকানদারকে দোকান খুলতে বাধ্য করে চা খাওয়া ও আড্ডা দেয়ার অপরাধে শেখ ইলিয়াস (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে ১০ হাজার টাকা জরিমাণা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাব্বির আহমেদ এ রায় প্রদান করেন।
ইলিয়াস ডোমরাকান্দি গ্রামের মৃত শামচুল হকের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
জানা গেছে, আওয়ামী লীগে নেতা ইলিয়াস শেখ সরকারি নির্দেশনা অমান্য করে উপজেলার সাতাশিয়া বাজারের চায়ের দোকানদার ইলিয়াস কাজীকে চা খাওয়ার জন্য দোকান খুলতে বাধ্য করেন। পরে লোকজন নিয়ে সেখানে আড্ডা দেন। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাব্বির আহমেদ সামাজিক দূরত্ব লঙ্ঘন করায় তাকে ১০ হাজার টাকা জরিমাণা করেন।
অর্থদন্ডের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, ‘সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খুলিয়ে চা খাওয়া ও আড্ডা দেয়ার অপরাধে ইলিয়াসকে ১০ হাজার টাকা জরিমাণা করা হয়। ’