বিডিনিউজ ১০ স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এদেন আজারের জোড়া গোলে ওয়াটফোর্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ে বছর শেষ করেছে চেলসি। বুধবার রাতে ২-১ গোলে জেতে মাওরিসিও সাররির শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে থাকলেও গোল পেতে যোগ করা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় চেলসিকে। তবে যোগ করা সময়ের প্রথম মিনিট দলকে এগিয়ে নেন আজার। রিয়াল মাদ্রিদ থেকে ধারে খেলতে আসা মাতেও কোভাচিচ মাঝমাঠ থেকে বল বাড়ান আজারকে। কিছুটা এগিয়ে চমৎকার ফিনিশিংয়ে গোল করেন বেলজিয়াম অধিনায়ক।
গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি চেলসির। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সমতা ফেরান ওয়াটফোর্ডের আর্জেন্টাইন ফরোয়ার্ড রবের্তো পেরেইরা। জোসে হোলবাসের কর্নারে দারুণ ভলিতে এই গোল করেন তিনি।
সমতা নিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ওয়াটফোর্ডের রক্ষণে চাপ বাড়ায় চেলসি। এতে আজারকে গোলরক্ষক বেন ফস্টার ফাউল করলে ৫৮তম মিনিটে সফল স্পটকিকে আবার দলকে এগিয়ে নেন আজার।
বাকি সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও কোনো দল গোল না পেলে ২-১ গোলের জয়ে বছর শেষ করে চেলসি।
এই জয়ে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে চেলসি।