,

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. মাসুদ (৪০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রাজাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাসুদ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাজিতপুর গ্রামের বাসিন্দা।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, রাতে রাজাপুকুর এলাকায় দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক মাসুদ মারা যান। ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকটি উদ্ধারে কাজ করছে বলেও জানান ওসি মোজাফফর।

এই বিভাগের আরও খবর