,

দাখিল পরীক্ষার্থীদের ‘অপহরণচেষ্টা’, গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর পলাশে স্কুলছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগে ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা স্থানীয় কিশোরগ্যাংয়ের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

পলাশের ইছাখালী দাখিল মাদ্রাসার পরীক্ষাকেন্দ্রের সামনে বুধবার এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন।

তিনি জানান, বুধবার দুপুরে পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে সহপাঠী কিশোরীর সঙ্গে কথা বলছিলেন দাখিল পরীক্ষার্থী কিশোর। সে সময় তাদের অপহরণ করে গাড়িতে নিয়ে যাচ্ছিল ওই ৫ যুবক। পথে পুলিশের চেকপোস্টে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় দুই পরীক্ষার্থীকে। পরে অপহরণচেষ্টার শিকার কিশোরের বাবার করা মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৫ জন হলেন তামজিদ মিয়া, মানিক মৃধা, নাঈম মৃধা, আফসার মিয়া ও তৈয়বুর করিম। তাদের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে।

পুলিশ কর্মকর্তা আল-আমিন জানান, ওই দুই কিশোর-কিশোরীকে গল্প করতে দেখে তাদের কাছে চাঁদা দাবি করে আসামিরা। তাদের অশ্লীল ছবি তুলে ভাইরাল করার হুমকি দেয়। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশের চেকপোস্টে ধরা পড়ে।

এই বিভাগের আরও খবর