বুধবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. কামাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হচ্ছে, পিকআপ চালকের সহযোগী ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গড়পাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২২) ও বগুড়ার ধুপচাচিয়া উপজেলার মথুরাপুর গ্রামের মো. এনামুলের ছেলে মো. বায়েজিদ (২০)।
কামাল হোসেন জানান, ঢাকা থেকে আসবাবপত্র নিয়ে বগুড়াগামী পিকআপ ভ্যানটি এলেঙ্গা পৌঁছালে সামনে থাকা ট্রাকটির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের সহযোগীসহ দু’জন নিহত হয়। এ ঘটনায় পিকআপ চালক আহত হয়। আহত পিকআপ চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিকআপটি জব্দ করা হয়েছে বলেও জানান এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. কামাল হোসেন।