,

টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুংগীপাড়ায় তিনদিন ব্যাপী মহানামযজ্ঞ ও দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলার বন্যাবাড়ি গ্রামের শেখ রাসেল স্মৃতি সংস্থার উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া অনুষ্ঠানের শেষ দিন গতকাল বৃহস্পতিবার রাতে এলাকার দরিদ্র মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেয়া হয়।

পরে নামযজ্ঞ শুনতে আসা ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

বন্যাবাড়ি গ্রামের শেখ রাসেল স্মৃতি সংস্থার সহযোগীতায় ওই গ্রামের সার্বজনীন শ্রী শ্রী রাধাগবিন্দ মন্দির, বন্যাবাড়ি ত্রিপল্লী দূর্গামন্দির ও সার্বজনীন শিব মন্দিরের ভক্তবৃন্দ এ যজ্ঞানুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে শেখ রাসেল স্মৃতি সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মৃত্যুঞ্জয় মন্ডল, সংস্থ্যার নির্বাহী কমিটির সদস্য সুভাষ চন্দ্র অধিকারী, নিখিল রঞ্জন বিশ্বাস, বিরেন্দ্র নাথ বিশ্বস, বাসুদেব বর, বিকাশ রব, মুক্তিযোদ্ধা ডাঃ কুলদা রঞ্জন মন্ডল প্রমুখ উপস্থিত থেকে দরীদ্র একজন শীতার্তের হাতে কম্বল তুলে দেন।

এই বিভাগের আরও খবর