গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির আলম তালুকদারকে তার স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ভিজিএফ’এর চাল বিতরণে অনিয়ম, ভিজিডি কার্ড বিতরণে অর্থ আদায় ও জন্ম-নিবন্ধন সনদ বিতরণে অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে।
স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখার উপসচিব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী গত ৩১ জুলাই এ প্রজ্ঞাপন জারী করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই ইউপি-চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তার দ্বারা সংঘটিত এসব অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় তাকে সাময়িকভাবে স্বীয় পদ হতে বরখাস্ত করা হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথাও বলা হয়েছে।