,

জুহি চাওলাকে বিয়ে করতে চেয়েছিলেন সালমান

বিনোদন ডেস্ক, বিডিনিউজ ১০ ডটকম: বলিউড অভিনেত্রী জুহি চাওলাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সালমান খান। কিন্তু জুহির বাবা সেই প্রস্তাব না করে দিয়েছিলেন। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

সেখানে সালমান বলেন, জুহি অত্যন্ত মিষ্টি মেয়ে। ভালো মেয়ে। জুহিকে বিয়ে করবেন বলে অভিনেত্রীর বাবার কাছে প্রস্তাবও নিয়ে গিয়েছিলেন। কিন্তু সালমানের প্রস্তাবে না করে দেন জুহির বাবা।

জুহি চাওলার বাবা কেন সালমানকে না করে দেন? এ বিষয়ে প্রশ্ন করা হলে সালমান বলেন, এটা আমি জানি না। তবে মেয়ের জন্য যেমন পাত্র খুঁজছেন, সালমান সেখানে যোগ্য নন। এজন্যই হয়তো ফিরিয়ে দিয়েছিলেন।

অভিনেত্রী জুহি চাওলার জন্মদিন আজ (১৩ নভেম্বর)। ৫১ বছরে পা রাখলেন এই অভিনেত্রী। তবে এখনও রূপের ছটায় মুগ্ধ করে চলেছেন হাজারও মানুষকে। বলিউডের অনেক নায়কের বিপরীতে অভিনয় করলেও সালমান খানের সঙ্গে কোনও সিনেমায় অভিনয় করেননি তিনি।

‘আন্দাজ আপনা আপনা’ মুক্তির সময় এ বিষয়ে সালমান খানকে প্রশ্ন করা হলে সালমান জুহিকে পছন্দের কথা প্রকাশ করেন। জুহি চাওলা এখন নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এই বিভাগের আরও খবর