,

জাতীয় শোক দিবসের প্যান্ডেল ভাঙচুর

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর প্যান্ডেলে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যায় পৌরসভা মাঠে নির্মিত অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করে দুর্বৃত্তরা।

জানা গেছে, শনিবার বিকেলে পৌরসভার মাঠে শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধুরী বিরুর সমর্থকদের উদ্যোগে সভার জন্য প্যান্ডেল নির্মাণ করা হয়। ওই প্যান্ডেলের চেয়ার ভাঙচুর করে প্যান্ডেলটি গুঁড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন বলেন, আওয়ামী লীগ দল করতে হলে বঙ্গবন্ধুকে মনে প্রাণে বুকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়ার প্যান্ডেল ভাঙচুর করা ন্যাক্কারজনক। আমরা এ ঘটনার নিন্দা জানাই।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু বলেন, বঙ্গবন্ধুর প্রতি যাদের শ্রদ্ধা ও ভালোবাসা নেই তারাই এ ধরনের কাজ করতে পারে। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর মিলাদ মাহফিলে যারা হামলা চালিয়ে ভাঙচুর করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

এই বিভাগের আরও খবর