,

জাতির পিতার সমাধিতে ফরিদপুর আ.লীগের শ্রদ্ধা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ ইশতিয়াক আরিফের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও  বঙ্গবন্ধুসহ ‘৭৫-এর ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, শিগগিরই ফরিদপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। দলের অভ্যন্তরে যেসব দ্বন্দ্ব বা সমস্যা আছে তা নিরসন করে সবাইকে নিয়ে জেলা আওয়ামী লীগের একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে।

এই বিভাগের আরও খবর