টেলিনা সরকার হিমু চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা মার্কা নিয়ে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার বৈচুনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন। একই ইউনিয়নে চেয়ারম্যান পদে তার বিপরীতে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন তার আপন মামাশ্বশুর সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী চৌধুরী।
নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন দু’জনই। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা ধরণের প্রতিশ্রতি। চেয়ারম্যান পদে শ্বশুর-বউমার নির্বাচনী লড়াইয়ে উপজেলায় বেশ সাড়া ফেলেছে। বিষয়টি এখন সাধারণ মানুষের মুখে মুখে। শ্বশুর-বউমা প্রার্থী হওয়াটাকে আনন্দভরেই গ্রহণ করেছেন ইউনিয়নের ভোটাররা।
টেলিনা সরকার হিমুর স্বামী নুরে আলম সিদ্দিকী দুলাল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে অল্প ভোটের ব্যবধানে হেরে যান। ২০২০ সালের ২৩ জানুয়ারি দুলালের অকালমৃত্যু হয়।
এবার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন প্রয়াত নেতা দুলালের স্ত্রী হিমু সরকার। হিমু আওয়ামী লীগের প্রার্থী হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ ছাড়াও দলের উপজেলা এবং জেলার নেতারা অংশ নিচ্ছেন তার নির্বাচনী প্রচারণায়। দলীয় নেতা-কর্মীদের নিয়ে ভোটের মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছেন তিনি।
অপরদিকে আইয়ুব আলী চৌধুরীও সব দল-মতের মানুষকে সাথে নিয়ে দিন-রাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাবেক চেয়ারম্যান হিসেবে এলাকায় তার একটা প্রভাব ও গ্রহণযোগ্যতাও রয়েছে। সেটি কাজে লাগানোর চেষ্টা করছেন তিনি।
বৈরচুনা বাজারের মোটরসাইকেল শো-রুম মালিক ইব্রাহীম খলিল বলেন, আমাদের ইউনিয়নে চেয়ারম্যান পদে শ্বশুর-বউমা লড়ছেন। এতে বেশ মজা পাচ্ছি আমরা। এ নিয়ে ভোটারদের মাঝে কৌতুহলের শেষ নেই।
স্থানীয় মুদি দোকানদার মোশারফ হোসেন ও আব্দুল হক বলেন, কেউ কম না। লড়াই হচ্ছে সেয়ানে সেয়ানে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিমু সরকার বলেন, সুখে-দুঃখে এলাকারবাসীর পাশে থাকতে নির্বাচনে অংশ নিয়েছি। আশা রাখি জনগণ আমাকেই নির্বাচিত করবে।
অপরদিকে শ্বশুর আইয়ুর আলী চৌধুরী বলেন, আমি এর আগে এ ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। জনগণ আমাকে চেনেন। সবসময় জনগণের পাশে ছিলাম এবং আগামীতেও থাকতে চাই।
শ্বশুঢ়-বউমা ছাড়াও ওই ইউনিয়নে চেয়াম্যান পদে আরও ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার তকদীর আলী জানান, ইউপি নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫১ জন, সাধারণ সদস্য পদে ৩৩৫, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৮ নভেম্বর পীরগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নে ৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।