,

চেয়ারম্যান ইমদাদুল হকের মৃত্যুতে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের শোক

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক মোল্যার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন আজ এক শোকবার্তায় নিহতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, ‘নিহত ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক ও তার পরিবারের প্রতি আমরা কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ তা’য়ালার কাছে প্রার্থনা করি আল্লাহ তায়ালা তাকে যেন জান্নাত নছিব করেন।’

এই বিভাগের আরও খবর