জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: দৈনিক সমকালের গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহার মা নির্মালা রানী সাহা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
বার্ধক্যজনিত কারণে শুক্রবার (১১ ফেবুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের পুরাতন বাজার রোডে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রাতেই গোপালগঞ্জ পৌর মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
চার ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
তার মৃত্যুতে গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাব, কোটালীপাড়া, মুকসুদপুর, কাশিয়ানী প্রেসক্লাবসহ গোপালগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।