চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মনির (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের ঝাউতলা কুলশী কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মনির ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার আলমগীর মাঝির ছেলে। তিনি আবাসন নির্মাণ প্রতিষ্ঠান ফিনলে প্রপার্টিজের ওই ভবনটিতে কাজ করছিলেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান জানান, গুরুতর অবস্থায় মনিরকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।