ঠাকুরগাঁও প্রতিনিধি: ঘুষের টাকা লেনদেনের সময় ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহায়ক মো. আতিকুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুপুর ১২টার দিকে ঘুষের ২১ হাজার টাকাসহ আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। দিনাজপুর দুদকের একটি দল এ অভিযান চালায়। গ্রেফতার আতিকুল ইসলাম নেত্রকোনার রহমত আলীর ছেলে।
দুদকের দিনাজপুর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বলেন, দীর্ঘদিন থেকে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে ঘুষ লেনদেনের অভিযোগ ছিল। সোমবার দুপুরে জেলা পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ঘুষের ২১ হাজার টাকাসহ অফিস সহায়ক আতিকুলকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, দ্রুত সময়ে পাসপোর্ট করে দেয়ার আশ্বাস দিয়ে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক সহিম উদ্দিনের কাছে অতিরিক্ত টাকা দাবি করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ হাজার টাকাসহ আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে দুদকের সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।