,

ঘরের মাঠে মাজিয়ার সঙ্গে জিততে পারেনি আবাহনী

বিডিনিউজ ১০ খেলাধূলাএএফসি কাপের বাছাইপর্বের প্লে-অফের দ্বিতীয় রাউন্ডে ড্র করেছে আবাহনী লিমিটেড। মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত হার এড়ায় আবাহনী। তবে পরের রাউন্ডে যাওয়া কঠিন হয়ে গেল ঢাকার জায়ান্টদের জন্য। কারণ ফিরতি লেগ মালদ্বীপের মাঠে।

গতকাল (বুধবার, ৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোলের দেখা পেতে ৪০ মিনিট অপেক্ষা করতে হয় ‍দুই দলকে। অবশ্য এ সময় এগিয়ে যায় সফরকারী মাজিয়া। গোল করেন মাহুদে। তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি স্বাগতিকরা। প্রথমার্ধের ইনজুরি টাইমে আবাহনীর মাইলসন ডি বক্সের মধ্য থেকে দারুণ শটে বল জালে জড়িয়ে সমতা ফেরান।

বিরতির পর ৬৫ মিনিটে মাজিয়ার স্ট্রাইকার কনোলিয়াস গোল করে আবার এগিয়ে নেন দলকে। এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে খেলে আবাহনী। ৮০ মিনিটে তারা শোধও করে। এ সময় আবাহনীর সানডে সিজোবা গোল করে সমতা ফেরান। শেষ পর্যন্ত সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।

এতে অবশ্য লাভ হয়েছে মাজিয়ার। ঘরের মাঠে তারা গোলশূন্য কিংবা ১-১ গোলে ড্র করতে পারলেও পরের রাউন্ডে চলে যাবে। পরের রাউন্ডে যেতে হলে জিততে হবে আবাহনীকে। অথবা ৩-৩ গোলে ড্র করতে হবে।

এই বিভাগের আরও খবর