,

গোপালগঞ্জে ৬শ’ শিক্ষার্থী পেল নতুন পোশাক

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ম্যানেজিং কমিটির সভাপতির দেয়া ৬ শ’ শিক্ষার্থী নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত।
বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার হাজী খোরশেদ উচ্চ বিদ্যালয়ের ৬ শ’ শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী, কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যদের হাতে নতুন পোশাক তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব গাজী মো: কবির হোসেন ব্যক্তিগত তহবিল এসব পোশাক প্রদান করেন।
স্কুলের শিক্ষার্থী সজল বাইন, সেলিম মোল্লা, সাদ্দাম হোসেন বলে, নতুন বই পাওয়ার পর নতুন পোশাক পেয়েছি। এতে আমাদের স্কুলে উপস্থিত থাকার উৎসাহ বেড়েছে। সেই সাথে আমরা আরো ভাল রেজাল্ট, ক্রীড়া, সাংস্কৃতি ও সৃজনশীল কাজ করে স্কুলের ভাবমূর্তি উজ্জ্বল করতে সচেষ্ট থাকব।

স্কুলের প্রধান শিক্ষক বলেন, বছরের শুরুতে স্কুল ড্রেস তৈরীতে দেরী হয়। তাই শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি কম থাকে। কিন্তু এ বছর স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি গাজী কবির হোসেন শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য, কর্মচারীসহ ৬ শ’ শিক্ষার্থীকে নতুন পোশাক দিয়েছেন। তিনি আরো প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছেন। এতে এ বছর স্কুলের শিক্ষার পরিবেশের আরো উন্নতি হবে।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি গাজী মো. কবির হোসেন বলেন, গত বছর আমাদের স্কুল থেকে এসএসসিতে ৯৫ ভাগ শিক্ষার্থী পাশ করেছে। জেএসসিতে পাশ করেছে ৭৭%। পাশের হার শতভাগে উন্নীতকরণ ও শিক্ষার্থীদের ঝড়ে পড়ার হার কমাতে আমি প্রণোদনা হিসেবে এ বছর নতুন পোশাক দিয়েছি। শিক্ষার্থীদের শিক্ষা বিস্তার ও মানোন্নয়নে আমি শিক্ষক, অবিভাবক ও ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে প্রয়োজনীয় আরো পদক্ষেপ গ্রহণ করব।

এই বিভাগের আরও খবর