,

গোপালগঞ্জে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:  গোপালগঞ্জের মুকসুদপুরে মসজিদের ইমাম ওয়াদুদ খান ওরফে জিন্নাত খান হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ এবং অপর দুই আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

এ ছাড়া এ মামলার অপর ১২ আসামিকে খালাস দেয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচার মো. আব্বাস উদ্দীন।

মামলার বিবরণে জানা গেছে, বিগত ২০১৬ সালের ৮ জুলাই সকালে মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা পূর্বপাড়া গ্রামের মসজিদের ইমাম ওয়াদুদ খান ওরফে জিন্নাত খান তার বাড়ির পাশের পুকুরে মাছ ধরছিলেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা পুকুরের মালিকানা দাবি করে মাছ শিকারে বাধা দিলে বাগবিতন্ডা হলে আসামিরা তাকে কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক জখম করেন।

পরে তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে মো. আলীম খান বাদী হয়ে ১৭ জনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানির পর আজ বুধবার দুপুরে ওই মামলার আসামি হায়দার মোল্যা, ইউনুস মোল্যা ও হিটলার মোল্যাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অপর আসামি আক্তার মোল্যাকে এক বছর ও সাগর মোল্যাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং অপর ১২ আসামিকে খালাসের আদেশ দেন আদালত।

বাদীপক্ষের মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট মো. শহিদুজ্জামান খান এবং আসামি পক্ষের মামলা পরিচালনা অ্যাডভোকেট ফজলুল হক খান খোকন ও মো. আবু তালেব শেখ।

এই বিভাগের আরও খবর