জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর গাড়িবহরে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের হামলায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তালিকাভুক্ত আম্পায়ার শওকত আলী দিদার নিহতের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ওই দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজন হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার বাঁকাদ্দেছ চৌধুরীর ছেলে ও মুক্তিযুদ্ধ প্রজন্ম কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলিমুজ্জামান চৌধুরী (৫০) এবং ওই এলাকার ইঙ্গুল শেখের ছেলে আওয়ামী লীগের কর্মী সিজার শেখ (৪২)।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনিচুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হন। এ ঘটনায় আলিমুজ্জামান চৌধুরী ও সিজার শেখের সংশ্লিষ্টতা রয়েছে এমন সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।