,

গোপালগঞ্জে সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জম্মশতবর্ষ উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ মার্চ) সদর উপজেলার দূর্গাপুরে গোলাবাড়িয়া ও নীলক্ষী যুবসংঘের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই’র সদস্য চিত্র নায়ক ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ।

বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাহাবুদ্দীন হিটু ও জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী বেলী আফরোজ, তামান্না প্রমী ও স্বপ্নীল সজীবসহ স্থানীয় শিল্পীরা।

এই বিভাগের আরও খবর