,

গোপালগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

গোপালগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গোপালগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সহস্রাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে ও দুষ্কৃতকারীদের বিচারের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরাম এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি উর্দ্ধতন কর্মকর্তাগণ।

এই বিভাগের আরও খবর