,

গোপালগঞ্জে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ বিষয়ক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রম, উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ক আলোচনা সভা ও চলচিত্র প্রদর্শনী হয়েছে।

মঙ্গলবার সকালে টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা ও চলচিত্র প্রদর্শন করা হয়।

প্রদর্শনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমৃদ্ধির দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, উন্নত রাষ্ট্র ও জাতি গঠন কার্যক্রমের কিছু ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
গোপালগঞ্জ জেলা তথ্য অফিসার ইব্রাহীম আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার কান্তি বাছাড়।

এছাড়া টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রথীন্দ্রনাথ কীর্ত্তনীয়া, কমলেশ হীরা, মায়া রানী মন্ডলসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভা ও চলচিত্র প্রদর্শনী শেষে জেলা তথ্য অফিসার ইব্রাহীম আল মামুন শিক্ষার্থীদের মাদক, বাল্য বিবাহ, গুজব ও দুর্নীতিকে না এমন শপথ বাক্য পাঠ করান।

এই বিভাগের আরও খবর