ভুক্তভোগী শিক্ষার্থী বলে, ওই শিক্ষক প্রতিদিন সবাইকে ছুটি দিয়ে তার শরীরে হাত দিতেন। রোববার ধর্ষণের চেষ্টা করেন। এ সময় দৌড়ে বাড়িতে গিয়ে ঘটনাটি ওই ছাত্রী তার মাকে জানায়। ওই ছাত্রীর মা শিক্ষকের উপযুক্ত শাস্তি চান। ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ না করতে পারেন, সে জন্য এ ঘটনায় মামলা করার পরিকল্পনার কথাও জানান মেয়েটির মা।
এ বিষয়ে ওই শিক্ষকের মুঠোফোনে নম্বরে একাধিকবার কল করে তা বন্ধ পাওয়া যায়। ঘটনা সত্য হলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাকারিয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।