গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে শরীফ টিটো স্মৃতি যুব (পুরুষ ও মহিলা অনুর্ধ্ব-১৮) কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) সকালে গোপালগঞ্জ সুইমিং পুল এন্ড জিমনেসিয়ামে অনুষ্ঠিত এ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান।
বাংলাদেশ পুলিশের ডিআইজি হাবিবুর রহমানের দিক-নির্দেশনায় জেলা পুলিশের ব্যবস্থাপনায় গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব এ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করে।
এ প্রতিযোগিতায় ৫টি উপজেলা থেকে একটি করে ছেলে ও মেয়ে দল নিয়ে মোট ১০টি দল অংশ নিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, শরীফ টিটো স্মৃতি কাবাডি প্রতিযোগিতার আহবায়ক ইমতিয়াজ খান জীবন, জাতীয় মহিলা ক্রিকেট দলের নারী ক্রিকেটার লিলি রাণী বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মানি প্রমুখ।