,

গোপালগঞ্জে যুবককে হাত-পা বেঁধে নদীতে ফেলে হত্যার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহ আলম শেখ (৫০) নামে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার গোহালা ইউনিয়নের উত্তর গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম উত্তর গঙ্গারামপুর গ্রামের মৃত আব্দুল খালেক শেখের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিন্দিয়াঘাট বাজারে সাবেক চেয়ারম্যান লিটন বয়াতির অনুসারী ও বর্তমান চেয়ারম্যান সফিকুল আলম মোল্লার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মুকসুদপুর সিন্দিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি (পুলিশ কর্মকর্তা) আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর