,

গোপালগঞ্জে মাছের সাথে শত্রুতা!

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে একটি মাছের ঘেরে বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ মে) ভোর রাতে সদর উপজেলার পারকুশলী গ্রামে এ ঘটনা ঘটে।

ঘের মালিক কদর শেখ জানান, কয়েক মাস আগে তিনি ঘেরে এক লাখ টাকার কার্প জাতীয় পোনা ছেড়েছিলেন। মাছ কিছুটা বড় হলে সোমবার ভোর রাতে কে বা কারা মাছের ঘেরে বিষ দিয়ে পালিয়ে যায়। পরে তার ছেলে ঘেরে গিয়ে মাছ মরে ভাসতে দেখে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদশর্ন করেছে। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

এই বিভাগের আরও খবর