,

গোপালগঞ্জে ভূয়া বিশেষজ্ঞ ডাক্তারের জেল

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ভূয়া নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার মিজানুর রহমানকে (৪০) ছয় মাসের কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সালাহউদ্দীন দিপু এ সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্ত মিজানুর রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ভাটপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. নাদিম সিকদার জানান, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ শহরের মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে ভূয়া নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে চিকিৎসা দিয়ে রোগীদের প্রতারিত করে আসছিলেন। তিনি চিকিৎসক হিসেবে বিএমবিসি তালিকাভূক্ত নয় বলে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. তরুণ মন্ডল মোবাইল কোর্টকে নিশ্চিত করেন। স্বাক্ষ্যপ্রমান গ্রহণ শেষে মোবাইল কোর্টের বিচারক সালাহউদ্দীন দিপু চিকিৎসক মিজানুর রহমানকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রদানের আদেশ দেয়। ওই চিকিৎসককে জেলা হাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর