,

গোপালগঞ্জে ভাতা বন্ধের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলায় ৬৭ মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ হয়ে গেছে। ২৫ বছর ধরে ভাতাপ্রাপ্ত প্রকৃত মুক্তিযোদ্ধার ভাতা বন্ধের প্রতিবাদে ভুক্তভোগী মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এসব মুক্তিযোদ্ধারা মানববন্ধন কর্মসূচী পালন করেন।

মানববন্ধন চলাকালে মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া, মো. হোসেন দাঁড়িয়াসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ ২০১৭ সালের ১২ জুন যাচাই বাছাই শেষে ২৪৬ জন মুক্তিযোদ্ধার আবেদন না মঞ্জুর করে তালিকা বোর্ডে টানিয়ে দেয়। পরে আমরা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আপিল করি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আপিল করা মুক্তিযোদ্ধাদের ভাতা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এতদিন আমরা ভাতা পাচ্ছিলাম। হঠাৎ করে গত এপ্রিল মাস থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ১০৫ জনের ভাতা বন্ধের চিঠি দেন। এখন আমরা ৬৭ জন ভাতা পাচ্ছিনা। বাকী ৩৮ জনের ভাতা তিনি কিভাবে ছাড় করলেন?।’

মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া বলেন, ‘আমরা ২৫ বছর ধরে ভাতা পাচ্ছি। হঠাৎ করে গত এপ্রিল মাস থেকে আমাদের ভাতা বন্ধ করে দেয়া হয়েছে। এখন আমরা পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অভিভাবক। তাই আমরা এ অবস্থায় তাঁর হস্তক্ষেপ কামনা করছি।’

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আপিল করার পরও ‘গ’ তালিকাভূক্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ রাখার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গত ২৪ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে চিঠি দিয়েছে। সে মোতাবেক সদর উপজেলার ‘গ’ তালিকাভূক্ত মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ করেছি। বন্ধ করার পর কারো ভাতা চালু করিনি। আপিলে তারা বিজয়ী তাদের ভাতা ফের চালু করা হবে বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে। মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করার সময় ২০১৭ সালে আমি গোপালগঞ্জে ছিলাম না। আমি গত বছর এ উপজেলায় যোগ দিয়েছি। যাচাই বছাইয়ের বিষয়টি আমার জানা নেই।’

এই বিভাগের আরও খবর