,

গোপালগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে খসরু ফকির (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ার বাজার এলাকায় এ হত‌্যাকাণ্ড ঘটে।

খসরু ফকির সদরই উপজেলার পশ্চিম আড়পাড়া গ্রামের মৃত ছিরু ফকিরের ছেলে। তিনি ভেড়ার বাজার এলাকায় ধান-চালের ব্যবসা করতেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানিয়েছেন, খসরু ফকিরের সঙ্গে তার চাচাতো ভাই হাসান ফকিরের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে হাসান ফকিরের লোকজন ভেড়ার বাজার এলাকায় এসে খসরু ফকিরকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা খসরু ফকিরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর