গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরী ভিত্তিতে কর্মরত ১৭৬ জন কর্মচারী ৩ মাসের বকেয়া বেতন পরিশোধ সহ ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচী করেছে।
মঙ্গলবার সকাল ৯ টায় তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বসে এ অবস্থান কর্মসূচী শুরু করে। দুপুর ১ টা পর্যন্ত এ কর্মসূচী চলে। এ কর্মসূচী চলাকালে কর্মচারী ইব্রাহিম শেখ, শেখ নাঈমুর রহমান, কাজী রুমা, সেলিম অহেমেদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আমাদের ৩ মাসের বকেয়া বেতন পরিশোধ, চাকরি স্থায়ী করণ ও দৈনিক মজুরি ভিত্তিতে কর্মচারীর স্থায়ী নীতিমালা করাহর ৩ দফা দাবিতে গত ১ মাস ধরে আমরা এ কর্মসূচী করছি। এ ৩ দফা দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচী অব্যাহত থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, ‘আন্দোলনরত কর্মচারীদের বিষয়ে ইউজিসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সেখান থেকে যে নির্দেশনা আসবে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহন করেবো। এখন পর্যন্ত ইউজিসির কোন নির্দেশনা পাইনি।’