গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বিদেশী মদ তৈরীর সরঞ্জাম ও ২ শ’ ইয়াবাসহ ৩ মাদক ব্যসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (০৯ আগস্ট) শহরের মডেল স্কুল রোডের একটি বাড়ি থেকে তাদের পুলিশ আটক করে।
আটককৃতরা হলেন খুলনা জেলার রূপসা উপজেলার গিলাতলা গ্রামের অমিয় দত্তের ছেলে দেবব্রত দত্ত (৩৮), একই উপজেলার সিংগুরডাঙ্গা গ্রামের পুলিন বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস (৩৮) ও খুলনা জেলার ফুলতলা উপজেলা সদরের ইব্রাহিম হাওলাদারের মেয়ে শামীমা শারমিন (২৪)।
গোপালগঞ্জ সদর থানার এসআই বকুল জানান, আটক আসামীরা দেড় মাস আগে বাড়ি ভাড়া নিয়ে সেখানে কেমিক্যালের সাথে বিদেশেী মদ মিশিয়ে ভেজাল মদ তৈরী করে বিক্রি করে আসছিল। তারা সেখানে অসামাজিক কর্মকান্ড চালাতো বলেও অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বিদেশী মদ তৈরীর সরঞ্জাম ও ২শ’ ইয়াবাসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।