জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী শহীদুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ মে) বিকেলে সদর উপজেলার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের কংশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শহীদুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম মধ্যপাড়ার পহম শেখের ছেলে। তিনি উলপুর বাজারে ব্যবসা করতেন বলে জানা গেছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, শহিদুল মোটরসাইকেল চালিয়ে উলপুর বাজার থেকে বনগ্রাম নিজ বাড়ি ফিরতেছিলেন। কংশুর এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি লোকাল বাস তাকে চাপা দেয়। এতে শহীদুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।