,

গোপালগঞ্জে পৌঁছেছে ৩৬ হাজার ডোজ করোনা টিকা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে পৌঁছেছে ৩৬ হাজার ডোজ করোনা ভ্যাকসিন। আগামী ৭ ফেব্রুয়ারি এ জেলায় ভ‌্যাকসিন টিকা প্রয়োগ শুরু হবে।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে একটি গাড়িতে করে জেলা শহরের ইপিআই ভবনে করোনা ভ্যাকসিনগুলো পৌঁছায়। ভ্যাকসিন রিসিভিং কমিটির সদস্যরা এগুলো বুঝে নেন। এ সময় ডা. এস এম সাকিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকোনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আব্দুলাহ আল মামুদসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্যাকসিনগুলো ইপিআই ভবনের ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছে।

সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানিয়েছেন, আগামী ৭ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের বুথ থেকে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হবে। এখন চলছে তালিকা তৈরির কাজ। প্রাথমিক পর্যায়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের ভ্যাকসিন দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর