,

গোপালগঞ্জে ট্রলি উল্টে প্রাণ গেল চালকের

 গোপালগঞ্জ প্রতিনিধি: নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিসহ সড়কের পাশের খাদে পড়ে গোপালগঞ্জে হানিফ চৌধুরী (১৫) নামে এক চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার চর সোনাকুড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ চৌধুরী একই উপজেলার পুকুরিয়া গ্রামের রহিস চৌধুরীর ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সদর উপজেলার পুকুরিয়া এলাকার একটি ইটভাটা থেকে ইট নিয়ে শুক্রবার ট্রলিচালক হানিফ চাপাইল এলাকায় যান। এরপর দুপুরের দিকে ইট নামিয়ে ফাঁকা ট্রলি নিয়ে ফিরছিলেন তিনি। পথিমধ্যে চর সোনাকুড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ওই ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এই বিভাগের আরও খবর